আন্তর্জাতিক

দ্বিতীয় দফার নির্বাচনে এরদোয়ানকে সমর্থন দিলেন সিনান ওগান

গেল সপ্তাহে শেষ হয় তুরস্কের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফায় তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ডানপন্থি নেতা সিনান ওগান। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। খবর আল জাজিরার।

Advertisement

আজ সোমবার (২২ মে) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, এরদোয়ান তার প্রচারণায় তুর্কি জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়েছেন।

আগামী ২৮ মে তুরস্কে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর ভিত্তিতেই নির্ধারিত হবে শাসন ক্ষমতা যাবে কার হাতে। এ দফার ভোটযুদ্ধে প্রধান দুই প্রতিপক্ষ হলেন এরদোয়ান এবং কেমাল কিলিচদারওগলু।

১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এরদোয়ান ৪৯.৫২ শতাংশ ভোট পান। ছয়-দলীয় বিরোধী জোটের নেতা কেমাল কিলিচদারওগলু পান ৪৪.৮৮ শতাংশ ভোট।

Advertisement

অন্যদিকে, এটিএ জোট সমর্থিত নেতা সিনান ওগান ৫.১৭ শতাংশ ভোট পান। ৫ শতাংশের বেশি ভোট ঝুলিতে নিয়ে সিনান এখন ‘কিংমেকার’ হয়ে উঠেছেন।

এমএইচআর