ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের সব সীমা ছাড়িয়ে গিয়েছিলো। ভ্যালেন্সিয়া সমর্থকরা সবচেয়ে নোংরা রূপ দেখালেন ব্রাজিলিয়ান এই তরুণ উইঙ্গারের প্রতি। এমনকি এক সময় ভিনিসিয়ুসের মৃত্যু পর্যন্ত কামনা করেছেন ভ্যালেন্সিয়া সমর্থকরা।
Advertisement
ভ্যালেন্সিয়া সমর্থকদের এমন বাজে আচরণের পর মাঠেই কেঁদে ফেলেছিলেন রিয়াল তারকা। ম্যাচের শেষ দিকে মেজাজ ধরে রাখতে না পেরে লাল কার্ডও দেখেছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভের কথা লিখে জানান ভিনিসিয়ুস। সেখানেই তিনি বর্ণবাদী আচরণের জন্য লা লিগা কর্তৃপক্ষকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন।
ম্যাচ শেষে বর্ণবাদ নিয়ে কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করে ভিনিসিয়ুস টুইটারে লেখেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়।’ সঙ্গে এও বলেন, ‘বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।’
Ya que los que deberían no te explican qué es y qué puede hacer @LaLiga en los casos de racismo, hemos intentado explicártelo nosotros, pero no te has presentado a ninguna de las dos fechas acordadas que tú mismo solicitaste. Antes de criticar e injuriar a @LaLiga, es necesario… https://t.co/pLCIx1b6hS pic.twitter.com/eHvdd3vJcb
Advertisement
ভিনিসিয়ুসের বক্তব্যের পর লা লিগার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে ম্যাচের সব ছবি ও ভিডিও নিয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে ঘৃণিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। তিনি ভিনিসিয়ুসের টুইটের জবাবে লেখেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, আমরা আপনাকে সেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু নিজেরই অনুরোধ করা নির্ধারিত দুটি তারিখে আপনি উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না। নিশ্চিত করুন যে উভয় পক্ষের কর্মদক্ষতা এবং আমরা একত্রে যা করছি, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ জানাশোনা আছে।’
লা লিগা সভাপতির এমন মন্তব্য ভালো লাগার কথা নয় ভিনিসিয়ুসের। তেবাসের টুইটের দুই ঘণ্টা পর পাল্টা জবাবও দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ‘বর্ণবাদের সমালোচনা করার বদলে আবারও লা লিগা প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে আক্রমণ করলেন। আপনি যত কথাই বলুন, কিছু না পড়ার ভান করুন, আপনার চ্যাম্পিয়নশিপের সুনামে ধাক্কা লেগেছে। আপনার পোস্টের নিচের মন্তব্য দেখুন, অবাক হবেন...। (এ বিষয় থেকে) আপনার নিজেকে সরিয়ে নেওয়া বর্ণবাদেরই সমান্তরাল। আপনি আমার বন্ধু নন যে বর্ণবাদ নিয়ে কথা বলব। আমি চাই ব্যবস্থা গ্রহণ ও শাস্তি। হ্যাশট্যাগে আমার কিছু যায় আসে না।’
ভিনিসিয়ুসের প্রতি ভ্যালেন্সিয়া সমর্থকদের এমন নোংরা বর্ণবাদী আচরণের পর ফুটবল বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। ফুটবল সমর্থকর থেকে শুরু করে সাবেক এবং বর্তমান ফুটবলাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
Advertisement
ভিনিসিয়ুসের ক্লাব রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ভ্যালেন্সিয়া সমর্থকদের এই আচরণের প্রতিবাদ জানিয়েছে এবং আইনী পদক্ষেপ নেবে বলেও ঘোষণা দিয়েছে। এরই মধ্যে ভ্যালেন্সিয়া ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিনিসিয়ুসের কাছে দুঃখ প্রকাশ করে ঘোষণা দেয়া হয়েছে, তারা ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। অপরাধীদের খুঁজে বের করা হচ্ছে এবং তাদেরকে আজীবন নিষিদ্ধ করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে।
আইএইচএস/