প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
সোমবার (২২ মে) বিক্ষোভ মিছিলটি বানেশ্বর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে পিয়াজহাটি এলাকা থেকে ঘুরে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে শেষ হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এসময় তার কুশপুতুল দাহ করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
Advertisement
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা আবু সাঈদ চাঁদকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই জনগণ উপযুক্ত ব্যবস্থা নেবে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুগ্ম-সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ প্রমুখ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
Advertisement
২২ সেকেন্ডের ওই ভিডিও চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশা আল্লাহ।’
এ ঘটনায় আবু সাঈদ চাঁদকে আসামি করে মামলা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মামলাটি করেন।
সাখাওয়াত হোসেন/এসআর/এমএস