চিত্রনায়ক ইমন এখন বড়পর্দা নিয়েই ব্যস্ত আছেন। তবে কাছের মানুষদের আবদার রাখতেই কালেভদ্রে দেখা যায় ছোটপর্দাতেও। অন্যদিকে লাক্স তারকা মেহজাবিন এখন পুরোদস্তুর নাটক নিয়েই ব্যস্ত। দুজনেই মিডিয়ার প্রতিষ্ঠিত শিল্পী। দর্শক নন্দিত সব কাজ তাদের ঝুলিতে। জনপ্রিয় এই দুই তারকা প্রথমবার একসঙ্গে ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’ নামের একটি নাটকে কাজ করেছিলেন বেশ কিছুদিন আগে। এটি ঈদের বিশেষ নাটকে হিসেবে প্রচারে আসার কথা ছিল। কিন্তু সাময়িক কারণে হয়ে ওঠেনি। আশার কথা হচ্ছে এবারে ইমন-মেহজাবিন অভিনীত প্রথম নাটকটি প্রচারে আসছে। নাটকটির নাম ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’। রুম্মান রশীদ খানের লেখা এই নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। নাটকটি প্রসঙ্গে ইমন বলেন, ‘নাটকে কাজ করার জন্য দর্শকদের নিয়মিত অনুরোধ ছিল ঠিক, তবে সত্যি বলতে কি, চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান, আমার স্বপ্ন। ভালো স্ক্রিপ্ট পেলে বিশেষ দিনের বিশেষ নাটকে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’ নাটকের স্ক্রিপ্ট যেমন মজার, ঠিক তেমনি শিক্ষণীয় বেশ কিছু বার্তাও আছে। তাই কাজটা করতে রাজি হয়েছি। আশা করি নাটকটি দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে।’ মেহজাবিন বলেন, ‘ইমনে ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে খুব ভালো লেগেছে। ওটাই ছিল আমাদের নাটকে প্রথম কাজ। মজার ছলে আনন্দ নিয়ে নাটকটিতে কাজ করেছি। নাটকে আমি ইমন ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’নির্মাতা মইনুল ওয়াজেদ রাজীব, ‘খুব যত্ন নিয়ে নাটকটি তৈরি করেছি। তাছাড়া নাটকটির মধ্য দিয়ে একটি ম্যাসেজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কাজটি সকলের কাছে ভালো লাগলে পরিশ্রম সার্থক হবে।’যোগ করে নির্মাতা রাজীব আরো বলেন, মিডিয়া সফট প্রোডাকশনস প্রথম নিবেদন ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’। আগামীকাল ১১ মার্চ শুক্রবার রাত ৯ টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।এনই/এলএ/এবিএস
Advertisement