তথ্যপ্রযুক্তি

অনির্দিষ্টকালের জন্য বসুন্ধরায় ইন্টারনেট বন্ধ করছে আইএসপিএবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য ‘ইন্টারনেট ব্লাকআউট’ করতে যাচ্ছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। সোমবার (২২ মে) থেকে এই ইন্টারনেট সেবা বন্ধ করা হবে।

Advertisement

আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া জানান, বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন স্থানে ক্যাবল কেটে দেওয়া হয়েছে। এছাড়া তালা দেওয়া হয়েছে ইন্টারনেট গেটওয়ের পপগুলোতে। ফলে তারা বসুন্ধরা আবাসিক এলাকায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশ ১৯৫তম, ডাটায় ১৩০

এ নিয়ে আইএসপিএবি নির্বাহী পরিচালক এনামুল হক জানান, রোববার ব্লাকআউটের আগেই বসুন্ধরায় ইন্টারনেট সেবাদাতা ১৮টি আইএসপি প্রতিষ্ঠান গ্রাহকদের বার্তা দিয়ে বিষয়টি জানানো হয়।

Advertisement

অভিযোগ রয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে বাম্বল বি এর মাধ্যমে দফায় দফায় বাড়িয়ে মাসে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তা দিতে রাজি না হওয়ায় ওই এলাকায় থাকা ইন্টারনেট সেবাদাতাদের ৫৪টি পপ তালাবদ্ধ করে দেওয়া হয়।

এইচএস/জেডএইচ