খেলাধুলা

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কোহলির

রান, সেঞ্চুরি, রেকর্ড। বিরাট কোহলির নামের সমার্থক শব্দ যেন এগুলো। ক্যারিয়ারে কত যে রেকর্ড গড়েছেন ব্যাট হাতে, হিসেবের খাতাটা অনেক বড়। এবার ভারতীয় ব্যাটিং সেনসেশন নতুন এক ইতিহাস গড়লেন আইপিএলে। যেখানে তিনি দাঁড়িয়ে শুধু একা।

Advertisement

আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেঞ্চুরি করে আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের তালিকায় যৌথভাবে ক্রিস গেইলের পাশে বসেছিলেন কোহলি। আসনটা এককভাবে নিজের করে নিতে সময় নিলেন না কিং।

কোহলি টানা দ্বিতীয় ম্যাচে হাঁকালেন সেঞ্চুরি। আজ (রোববার) গুজরাট টাইটান্সের বিপক্ষে ঘরের মাঠে সেঞ্চুরি করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটার। ৬১ বলে ১৩ চার আর ১ ছক্কায় খেলেছেন ১০১ রানের হার না মানা ইনিংস।

আইপিএলে এটা কোহলির সপ্তম শতক। এই টুর্নামেন্টের ইতিহাসে তার চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ব্যাটার। ৬ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে ক্রিস গেইল। ৫টি সেঞ্চুরি করে তৃতীয় স্থানে জস বাটলার। ৪টি সেঞ্চুরি আছ তিনজনের-লোকেশ রাহুল, ডেভিড ওয়ার্নার আর শেন ওয়াটসন। এছাড়া তিনটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন এবি ডি ভিলিয়ার্স ও সঞ্জু স্যামসন।

Advertisement

এমএমআর/জেডএইচ