আমদানি হলেই পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘পেঁয়াজের আমদানি হলেই দামটা কমে যাবে। এখন হয়তো বেশি দাম পাওয়ার জন্য অনেকেই রেখে দিয়েছেন। আমাদের ১০০ ভাগ পেঁয়াজ মজুত রেখেছি। কিন্তু তারপরও দাম যথেষ্ট বেড়েছে। আইপি অনুমতিটা দিলে দাম কমে যাবে।’
Advertisement
রোববার (২১ মে) সকালে রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার এবং সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি কোনো সমস্যা নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি সমস্যা নয়। আমদানির ক্ষেত্রে সমস্যা হলো- আইপি (ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি) না দেওয়া। আমদানির অনুমতিটা নিলে, এটা ভারত থেকে আসে। সম্প্রতি ভারত থেকে আমরা ডলারে আমদানি করছি না। টাকা ও রুপিতে আমদানি করছি। তাই ডলারের দামের সঙ্গে আমাদের আমদানিতে সমস্যা নেই।’
আগামী ঈদকে সামনে রেখে বাজার মনিটরিংয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব মন্ত্রণালয় এ বিষয়ে তৎপর রয়েছে। আমি আবারও এ বিষয়ে তাদের সঙ্গে বসবো।’
Advertisement
চিনির দাম নিয়ে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে চিনির দাম বাড়ানো হয়েছে। আজ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সবাইকে সমন্বয় করেই বাজার ব্যবস্থা মনিটরিং করা হবে।’
আরএসএম/এএএইচ/এএসএম