তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

বর্তমানে কোনো দেশ বা রাস্তাই আর অচেনা না। সঙ্গে যদি থাকে স্মার্টফোন এবং তাতে গুগল ম্যাপ। সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন।

Advertisement

অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ। এখন টোল ট্যাক্সে পৌঁছনোর আগেই গুগল ম্যাপের মাধ্যমে জেনে নেওয়া যায়, কত টাকা আপনাকে টোল ট্যাক্স দিতে হবে। তবে আমরা সাধারণত, কোনো জায়গায় দ্রুত পৌঁছাতে পথ অথবা দিক নির্দেশের জন্যেই গুগল ম্যাপকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

এখন ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়-

>> প্রথমে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

Advertisement

আরও পড়ুন: প্রিয়জনের জন্মদিন, বিশেষ দিবস মনে করিয়ে দেবে গুগল

>> এবার অফলাইন ম্যাপে ট্যাপ করুন।

>> ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।

>> এখানে থেকে জুম ইন বা জুম আউট করে আপনার পছন্দের অঞ্চলটি নির্বাচন করতে হবে। কারণ এখানে কোনো সার্চ অপশন পাবেন না।

Advertisement

>> এবার ডাউনলোড অপশনে ট্যাপ করুন। স্ক্রিনের নিচে ডাউনলোড বাটন দেখতে পাবেন। একইসঙ্গে আপনাকে ম্যাপের আকার কী তাও বলা হবে। তবে এক্ষেত্রে আপনার ফোনের মেমরিতে অনেকটা খালি জায়গা থাকা দরকার। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলেই ডাউনলোড অপশনে ক্লিক করুন।

>> এরপর অফলাইনে অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দিলেও আপনি ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুঁজে দেখতে পারবেন। আপনার নেভিগেশনেও সমস্যা হবে না।

কেএসকে/এএসএম