ক্যাম্পাস

৩ দিনের ব্যবধানে গলায় ফাঁস নিলেন আরও এক রুয়েট ছাত্র

তিন দিনের ব্যবধানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরও এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

শনিবার (২০ মে) রাতে নগরীর সাধুর মোড় এলাকার রহিম লজ ছাত্রাবাসের নিজ রুমে তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে। সামিউর রহমান ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১৭ সিরিজের ছিলেন।

রুয়েট ছাত্রকল্যাণে দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গলায় ফাঁস নিলেন রুয়েট ছাত্র

Advertisement

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জাগো নিউজকে বলেন, সাধুর মোড় রহিমা লজে অবস্থানকালে গলায় ফাঁস দেন সামিউর। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে ঘরের তালা ভেঙে তাকে উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে আছে।

ওসি আরও বলেন, ঠিক কী করণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চালছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ রুমে আত্মহত্যা করেন মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের তানভীর ফাহাদ রুমি নামে এক ছাত্র।

মনির হোসেন মাহিন/এসজে/এমএস

Advertisement