ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমায় ৩২ বছরের রণবীর কাপুরকে আঠারো বছর বয়সী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের চারিত্রিক রূপায়নে দেখা যাবে। ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি ১৯৯২ সালে ইস্যু করা একটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের পরিচয়বাহী এক ছাত্রের পরিচয় পত্র ইন্টারনেটে পাওয়া যায়। পরিচয় পত্র থেকেই এ ছায়াছবির বিষয়বস্তু প্রকাশ পেয়ে যায়।সিনেমায় রণবীর জয়পে ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্র। আর এ বিদ্যাপীঠের পরিচয় পত্রে রণবীরের নাম লিখা রয়েছে ভেদ সাহনি। এ সিনেমায় তিনি নিজেকে প্রকৌশলীর ছাত্রের চরিত্রে রূপায়ন করছেন। সিনেমাটিতে সহ অভিনেত্রী হিসেবে দীপিকা পাডুকোন অভিনয় করছেন।
Advertisement