আইন-আদালত

সমকামিতার ফাঁদ পেতে অপহরণ-হত্যা: দুজন ৪ দিনের রিমান্ডে

সমকামিতার আড়ালে অপরাধচক্র গড়ে তোলার অভিযোগে গ্রেফতার দুজনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- মো. তারেক ওরফে তারেক আহম্মেদ (৩২) ও মো. হৃদয় আলী।

Advertisement

বৃহস্পতিবার (১৮ মে) তাদের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এস আই মোছা. রেজিয়া খাতুন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সমকামী তরুণদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতো একটি চক্র। গত বছরের ১৭ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এ চক্রের ডাকে ঢাকায় আসেন আমির হোসেন (২৫)। এরপর চক্রের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে অপহৃত হন তিনি। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। টাকা না পেয়ে আমিরকে হত্যা করে মরদেহ গুম করে তারা।

আরও পড়ুন>> সমকামিতার ফাঁদ পেতে অপহরণ, ১০ লাখ টাকা না পেয়ে আমিরকে হত্যা

Advertisement

ঘটনার দীর্ঘ তদন্ত শেষে বুধবার (১৭ মে) ঢাকা ও নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ।

জেএ/এএএইচ/জেআইএম