জাতীয়

পড়ে থাকা আইনের খসড়া দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ

নীতিগত অনুমোদনের পর পড়ে থাকা আইনের খসড়াগুলো দ্রুত মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

বৃহস্পতিবার (১৮ মে) মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে আজকে নির্ধারিত এজেন্ডার বাইরে একটা বিষয়ে আলোচনা হয়েছে। গত তিন মাসের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের রিপোর্ট উপস্থাপন করেছি আজ। সেখানে দেখা গেছে, কয়েকটা মন্ত্রণালয়ের কিছু আইন নীতিগত অনুমোদন করা ছিল, কিন্তু সেগুলো এখনো চূড়ান্ত অনুমোদনের জন্য আসেনি। সেগুলো যাতে দ্রুত নিয়ে আসে সেজন্য প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, বিষয়টি দেখার জন্য।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি আগামী সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসবো। তাদের কীভাবে সাপোর্ট দেওয়া যায়, তারা যদি কোনো অসুবিধায় থাকে, সেজন্য আমার সঙ্গে যেন আলোচনা করে। এটার জন্য আমাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এটা নিয়ে কাজ করবো।

Advertisement

মাহবুব হোসেন বলেন, বর্তমান সংসদের পঞ্চম বছর চলছে যে সিদ্ধান্ত এ মন্ত্রিসভা থেকে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত এ সরকার থাকা অবস্থায় কিন্তু সংসদে উপস্থাপন করতে হবে। সেগুলো সংসদ পাস করলে পাস হবে আর পাস না করলে পাস হবে না।

‘সংসদের সিদ্ধান্ত আমাদের দরকার। এজন্য যাতে করে দ্রুত সময়ের মধ্যে এটা উপস্থাপন করে সংসদের সিদ্ধান্ত আমরা নিতে পারি’ বলেন তিনি।

মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।

আরএমএম/এমএএইচ/জেআইএম

Advertisement