বিনোদন

নতুন গান নিয়ে আসছে ‘আর্বোভাইরাস’

শ্রোতাপ্রিয় ব্যান্ড দল আর্বোভাইরাস। কিছুদিন আগে একটি কনসার্টে দলটির একজন সদস্য গিটার ভেঙে সংবাদের শিরোনাম হন। এরপর তাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে দর্শকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। সবকিছু ছাপিয়ে দলটি এবার তাদের চতুর্থ স্টুডিও অ্যালবামের দ্বিতীয় গান মুক্তির ঘোষণা দিয়েছে। গানের নাম ‘অবাস্তব।’

Advertisement

এর আগে এ অ্যালবাম থেকে আর্বোভাইরাসের প্রথম গান ‘অনুভূতি’এক মাস আগে তাদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়। প্রথম গানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবার দ্বিতীয় গান নিয়েও বেশ আশাবাদী দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রযোজক ও গিটারিস্ট সুহার্তো শেরীফ।

আরও পড়ুন: দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু

তিনি বলেন, ‘আমরা যখন নতুন একটি গান বানানোর সিদ্ধান্ত নেই। শুরুতেই নিজেদের ভালোলাগার বিষয়টি মাথায় রেখে গানটি লেখা শুরু করি। এরপর রেকর্ড শেষ হলে আমরা গানটি শুনে আমরা সন্তুষ্ট কিনা সেই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা বলি। যদি আমাদের ভালো লাগে তারপর আমরা শ্রোতাদের জন্য গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেই। আমাদের নিজেদেরই যদি ভালো না লাগে তাহলে আমাদের শ্রোতাদের কীভাবে ভালো লাগবে। এসব বিষয় মাথায় রেখে আর্বোভাইরাস তাদের গান তৈরি করে। তাই দর্শকদের কাছে কিছু প্রত্যাশা করার আগে আমরা আমাদের নিজেদের প্রতশ্যা পূরণ করি। সেই প্রত্যাশা থেকে প্রথম গানটি শ্রোতাদের কাছে বেশ ভালো সাড়া ফেলেছে। আশা করি দ্বিতীয়টিও সবাইকে মুগ্ধ করবে।’

Advertisement

আরও পড়ুন: গান গাইতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস

এরপরের মাসেই আর্বোভাইরাস এ অ্যালবামের তৃতীয় গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের এ অ্যালবামটিতে মোট ১০টি গান থাকবে। প্রথম গান ‘অনুভূতি’ মার্চের ৩০ তারিখ আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়। এবার আসছে আমাদের দ্বিতীয় গান। ‘অবাস্তব’শিরোনামে গানটি আগামী সপ্তাহের রবিবার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এরপর থেকে প্রতি মাসে একটি করে গান দর্শকদের জন্য মুক্তি দেওয়া হবে। সেই অনুযায়ী আগামী জুন মাসে আমাদের চতুর্থ অ্যালবামের তৃতীয় গান রিলিজ হবে। আমরা আশাবাদী আমাদের আগের গান গুলোর মতো নতুন গানগুলো দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।’

আর্বোভাইরাসের নতুন গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপেল মিউজিক, আই টিউনসসহ বেশকিছু মিউজিক্যাল অ্যাপে মুক্ত করা হবে। অলটারনেটিভ রক ও নিউ মেটাল ধাঁচের ‘অনুভূতি’গানের কথা লিখেছেন জাহিদুল হক অপু ও সুর করেছেন সুহার্তো শেরীফ।

এমআই/এমএমএফ/জিকেএস

Advertisement