সাহিত্য

সৌমেন্দ্র গোস্বামীর তিনটি কবিতা

শখের উড়োজাহাজ

Advertisement

কৌশিকী সন্ধ্যার সব আলো নিভে যাওয়ার পরসখ্যময় প্রতিটি সম্বন্ধও,বনবিবির দোলায় দুলে ওঠেঅশীতিপর দেহের জাগরূক কামনার দ্বারভাঙনের গন্ধেআপন করে নেয়—রৌদ্রের আগুন রং নম নম প্রণম্যতায়মায়ার সংসার, সমস্ত মায়ার বোধ বিলীন মানুষ যেন এক আগন্তুক,ভবিতব্যের পথে নিশি-প্রভাত তার ছুটে চলা।

****

কিছু মনে নিও না

Advertisement

বহু প্রত্যাখ্যানের বেদনা বুকে ধরে চলতে চলতেপ্রত্যাখ্যান করতে শিখে গেছিকিছু মনে নিও না; ভালোবাসার কৌশল রপ্ত করার পরতোমার কাছে ফিরব—প্রতিশ্রুতি নয় এও এক কৌশল—যা শিখিয়েছিলে আগেবিছানায় দুটো শরীর, মুখোমুখি ঠোঁট আমৃত্যু একসঙ্গে থাকাআমার মনে হয়—এতটুকু আসলে ভালোবাসা নয় ভালোবাসা এরও ঢের বেশি;কিছু মনে নিও নাতোমার কাছেই ফিরব—ভালোবাসাকে জানার পর।

****

আমার কোনো গল্প নেই

জীবন উদযাপনে একটিও পূর্ণিমা সন্ধ্যা নেইসব আতান্তরে কাকতাল ঘটনার মতোন একা ব্যস্ততা, ব্যস্ততার ভিড়, কোলাহলসকাল-বিকেল-ভোর ছুটে চলা কারো মুড সুইং, অভিমাননিতান্ত প্রত্যাখানকিচ্ছু নেই; পৃথিবীর বাইরের ছায়াপথেঅজানা উপগ্রহের মতো নিঃসঙ্গ জীবনকচুর পাতার জলের মতো বয়ে যাচ্ছে বিলাসী ইচ্ছেগুলো অপেক্ষায়—কেবল একটাগল্প বলার শখ; কিন্তু কোনো গল্প নেইপৃথিবীর অনেকের হয়তো থাকে না;অনেকেই হয়তো আমার মতোন নিঃসঙ্গ, একা।

Advertisement

এসইউ/জিকেএস