প্রবাস

সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মাহফুজ (৫২) নামে এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজের মৃত্যু হয়। মাহফুজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ বিলিয়াপাড়া গ্রামে মৃত মনির আহমেদের ছেলে।নিহতের ভাতিজা হারুনুর রশিদ জানান, এক সপ্তাহ আগে ছুটি কাটিয়ে রিয়াদ আসেন তিনি। এরপর গত সোমবার হৃদরোগে আক্রান্ত হলে নাছিম আল আজাহার হাসপাতালে ভর্তি করা তাকে। সেখানে দুইদিন চিকিৎসা চলার পর বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় মাহফুজের।এক যুগ আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তিনি। একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।জেএইচ/আরআইপি

Advertisement