‘শোনো কাজল চোখের মেয়ে’, ‘যেতে চাইলে যেও’, ‘তোমাকে দেখার অসুখ’, ‘আমি একদিন নিখোঁজ হবো’ কিংবা ‘প্রণয়ে তুমি প্রার্থনা হও’ কাব্যগ্রন্থের মধ্য দিয়ে কবি হিসেবেও সমান পাঠকপ্রিয়তা অর্জন করেছেন সময়ের জনপ্রিয় ঔপন্যাসিক সাদাত হোসাইন।
Advertisement
তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হতে যাচ্ছে তার ‘নির্বাচিত কবিতা’ সংকলন। কবিতাপ্রেমিদের কথা চিন্তা করেই বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।
বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন হৃদয় চৌধুরী। নামলিপি করেছেন আহমেদ বোরহান। অলঙ্করণ করেছেন আশুতোষ দেবনাথ। বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
আরও পড়ুন: হাজিগঞ্জে চর্যাপদ একাডেমির বই উপহার
Advertisement
বইটির প্রকাশক জানান, সাদাত হোসাইনের নির্বাচিত কবিতা সংকলন রকমারিতে ২৫% ছাড়ে অটোগ্রাফসহ প্রি-অর্ডার চলছে। আগামী ২১ মে বইটি প্রকাশ হতে পারে। তবে বিশেষ কোনো কারণে প্রকাশ হওয়ার তারিখ পরিবর্তনও হতে পারে।
বইটি সম্পর্কে সাদাত হোসাইন বলেন, ‘আমার দুটি কবিতার বই এখন আর বাজারে এভেইলেবল নয়। সেই বইগুলোসহ আগের অন্য বই থেকে বাছাইকৃত এবং নতুন লেখা কিছু কবিতা সহযোগে আসছে নির্বাচিত কবিতার বই।’
এসইউ/এমএস
Advertisement