গণতন্ত্রের অস্তিত্বের প্রয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, অস্তিত্বের প্রয়োজনে সব কিছু বিচার করতে হবে। জনগণের উচিত হবে নির্বাচনে বিবেক দিয়ে বিচার করে প্রতিনিধি নির্বাচন করা। এ সরকার গত ১৪ বছরে কী করেছে দেশের জন্য, তা সবার বিবেচনায় রাখতে হবে।
Advertisement
মঙ্গলবার (১৬ মে) বিকেলে পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
আরও পড়ুন: পাবনায় যে বাড়িতে থাকেন নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
তিনি বলেন, হঠাৎ করে বঙ্গভবনে চলে যাইনি। রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। পাবনা টাউন হলের সভা থেকে বঙ্গভবনে গিয়েছি। পাবনার আব্দুল হামিদ রোড থেকে আন্দোলন শুরু করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বঙ্গভবনে গিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে গিয়েছি। তিনি আমাকে নাম ধরে ডাকতেন। বঙ্গবন্ধুর স্নেহধন্য হয়েছি। বঙ্গবন্ধুকে হত্যার পর জেল খেটেছি, পায়ে ডান্ডা বেরি পরানো হয়েছে আমাকে। রাজনীতির প্রতিটি ধাপ পেরিয়েই বঙ্গভবনে গিয়েছি।
Advertisement
বাংলাদেশের সংবিধান বহুবার ক্ষতবিক্ষত করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সংবিধান পাকিস্তানি ধারায় প্রবর্তনের চেষ্টা চালানো হয়েছে। এটা বঙ্গবন্ধুকে হত্যার পর করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে জনগণ রুখে দাঁড়িয়েছে। অবশেষে শেখ হাসিনার নেতৃত্বকে বেছে নিয়েছে জনগণ।
আরও পড়ুন: সাহাবুদ্দিনের বর্ণাঢ্য জীবন
গত ১৪ বছর ধরে দেশে যে উন্নয়নের ধারা বইছে তা অব্যাহত রাখতে হবে বলে জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রাখতে হবে।
দেশে দারিদ্র্য কমে এসেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, শিক্ষিতের হার বেড়েছে। মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। দেশে এখন কোনো হাহাকার নেই। পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ খণ্ডনে তার ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি। তিনি জানান, দুদকের কমিশনার থাকাকালে তিনি এ ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখেন। কীভাবে দেশের ভাবমূর্তিকে সমুজ্জ্বল রেখেছিলেন তা বর্ণনা করেন তিনি।
Advertisement
আরও পড়ুন: রাষ্ট্রপতি হিসেবে যেসব সুযোগ-সুবিধা পাবেন সাহাবুদ্দিন
নাগরিক সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আরও বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, নুরুজ্জামান বিশ্বাস, আহমেদ ফিরোজ কবীর, মকবুল হোসেন এবং সংরক্ষিত আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি প্রমুখ।
এর আগে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আগামীকাল তিনি পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন। এরপর সার্কিট হাউজে রাত্রিযাপন করে ১৮ মে যাত্রা করবেন ঢাকার উদ্দেশ্যে।
আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/এএসএম