ইংল্যান্ডের মাঠে আইরিশদের বিপক্ষে পুরো সিরিজেই নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে ভালো করেছেন। তবে শেষটায় এসে তার বোলিং নিয়ে তুমুল আলোচনা।
Advertisement
তৃতীয় ও শেষ ওয়ানডেতে দল যখন হারের ক্ষণ গুনছে, তখন শান্তর হাতে বল তুলে দিয়ে বাজি ধরেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। আর সেই বাজি জিতে অধিনায়কের মুখে হাসি ফোটান শান্ত।
আজ (মঙ্গলবার) দেশে ফেরার পর বিমানবন্দরে প্রথম উইকেট শিকারের অনুভূতি বর্ণনা করতে গিয়ে এ বাঁহাতি টপ অর্ডার বলেন, ‘তামিম ভাই আমাকে শুধু বোলিং করার আগের ওভারে বলেছিলেন, করা লাগবে। ওভাবেই কথা হয়েছে। তবে বেশিরভাগ কথা হয়েছে মিরাজের সঙ্গে, ও কীভাবে দশ ওভারের স্পেল শেষ করেছে। ওই পরিকল্পনায় বল করার চেষ্টা করেছি।’
তবে ওই ৩ ওভারের স্পেল নিয়ে মাতামাতি করতে নারাজ শান্ত। তার কথা, ‘অধিনায়ক বল দিলে চেষ্টা করবো আবারও ভালো বল করার। এটা নিয়ে খুব মাতামাতি করার কিছু নেই। এমন না যে আমি একদিন তিন ওভার বল করে অনেক কিছু করে ফেলেছি।’
Advertisement
যদিও নিজের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত। তিনি বলেন, ‘এখন আমার সময় ও ফর্ম ভাল যাচ্ছে। তবে আরও ভালো ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় এই ফর্ম কন্টিনিউ করতে পারলে আমার ও দলের জন্য ভালো।’
ফিল্ডিংয়ের সময় মাথায় কোনো চিন্তা আসলে অধিনায়ক তামিমের সাথে তা শেয়ার করেছেন শান্ত। তা জানিয়ে বলেন, ‘আমরা সবাই চেষ্টা করি হেল্প করার। যদি কোনো আইডিয়া থাকে ওটা বোলার বা অধিনায়ককে দেওয়ার। ওটা সবসময়ই চেষ্টা করি। আলহামদুলিল্লাহ করতে পেরেছি। এতে যদি দলের উপকার হয়ে থাকে, ভালো তো লেগেছে অবশ্যই। সবসময় চিন্তা থাকে কিভাবে দলের হয়ে অবদান রাখতে পারি অথবা ভালো ফিডব্যাক দিতে পারি।’
প্রবাসী বাঙালিদের অকুণ্ঠ সমর্থন পেয়ে খুব খুশি শান্ত। তার কথা, ‘মনেই হয়নি দেশের বাইরে খেলছি। অনেক দর্শক ছিল, তারা সবসময় সমর্থন দিয়েছেন। এরকম জিনিস সবসময়ই উপভোগ করি।’
এআরবি/এমএমআর/এমএস
Advertisement