জাতীয়

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য কল্যাণ বোর্ড গঠনের প্রস্তাব

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ভারতের মতো বাংলাদেশেও কল্যাণ বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

Advertisement

তিনি বলেন, ট্রান্সজেন্ডার, হিজড়া (তৃতীয় লিঙ্গ) ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত হওয়ার বিভিন্ন বিষয়, যেগুলো আমাদের দৃষ্টির বাইরে রয়েছে তা আমাদের দৃষ্টিগোচরে আনতে হবে। এসব জনগোষ্ঠীকে নিয়ে চলচ্চিত্র তৈরি, বই রচিত হলে সমাজে ধীরে ধীরে এর ইতিবাচক পরিবর্তন আসবে। মানুষকে এদের সম্পর্কে অনেক বেশি জানাতে হবে।

মঙ্গলবার (১৬ মে) কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘন ও পরবর্তী করণীয়’ শীর্ষক মতবিনিময় সভারি আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

এসময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষায় আইনের কথা বলেন। পাশাপাশি আইন প্রণয়নে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।

Advertisement

সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক প্রকাশিত মানবাধিকার প্রতিবেদন- ২০২২ উপস্থাপন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় মানবাধিকার কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার এবং পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক কাজী আরফান আশিক, উপ-পরিচালক এম. রবিউল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

এসএম/কেএসআর/এমএস