কমবয়সী পুরুষদের চেয়ে নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি, এমনটিই জানাচ্ছে এক গবেষণা । ‘করোনারি হৃদরোগে লিঙ্গ পার্থক্য’ নামক সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, তরুণদের চেয়ে তরুণীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি।
Advertisement
তবে কেন কমবয়সী নারীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি, চলুন জেনে নেওয়া যাক গবেষণা কী বলছে-
আরও পড়ুন: পুরুষদের চেয়ে নারীদের মাথা বেশি গরম: গবেষণা
হরমোনের ওঠানামা
Advertisement
গবেষকরা জানাচ্ছেন, অল্পবয়সী নারীদের শরীরে হরমোনের ওঠানামার কারণে পুরুষদের তুলনায় হার্ট অ্যাটাকের ঝুঁকি তাদের মধ্যে বেশি।
ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা ধমনীতে প্রদাহের সৃষ্টি করে, যা হৃদপিণ্ডে বাধা সৃষ্টি করে। হরমোনের ওঠানামার কারণেই অল্পবয়সী নারীদের বেশিরভাগই ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের মতো ব্যাধিতে আক্রান্ত হন। এর থেকেই বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি।
আরও পড়ুন: চোখ পরীক্ষাতেই ধরা পড়বে প্রাণঘাতী ১০ রোগ
চিকিৎসার অভাব
Advertisement
অল্পবয়সী নারীরা যখন হার্ট অ্যাটাক অনুভব করেন তখন তাদের মধ্যে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পাওয়ার সম্ভাবনা কম হতে পারে।
গবেষণায় দেখা গেছে, যে নারীদের মধ্যে মেডিকেল চেকআপ ও চিকিত্সা পাওয়ার সম্ভাবনা কম তারা হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যবরণ করতে পারে।
আরও পড়ুন: হাঁপানির লক্ষণ ও ইনহেলার ব্যবহারের সঠিক উপায় জানুন
লক্ষণ বা উপসর্গ অবহেলা করা
তরুণীদের মধ্যেও হার্ট অ্যাটাকের আগে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন- শ্বাসকষ্ট, বমি বমি ভাব ও ক্লান্তি। তবে এসব লক্ষণ অনেক নারীই অবহেলা করেন, ফলে পরিণাম হয় কঠিন।
বিশেষ করে যাদের হৃদরোগের পারিবারিক ইতিহাস আছে, তাদের উচিত সতর্ক থাকা ও হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া।
আরও পড়ুন: দাঁত ভালো না থাকলে হতে পারে ডায়াবেটিস-হৃদরোগ: গবেষণা
কম সচেতনতা
অল্পবয়সী পুরুষের চেয়ে নারীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকির আরও এক কারণ হতে পারে কম সচেতনতা।
অনেকেই হয়তো হার্ট অ্যাটাকের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সচেতন নাও হতে পারেন। এজন্য সবার উচিত নিয়মিত ব্যায়াম করা ও স্বাস্থ্যকর খাবার খাওয়া।
সূত্র: বোল্ডস্কাই/ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন
জেএমএস/এএসএম