দেশজুড়ে

বগুড়ায় ইয়াবাসহ সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রিপন মিয়াসহ (৩৯) ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজনের নাম নুরুল ইসলাম (৩৮)। এরমধ্যে রিপনের কাছ থেকে ৩০ পিস ও নুরুল ইসলামের কাছ থেকে ২০পিস ইয়াবা জব্দ করা হয়।

Advertisement

মঙ্গলবার (১৬ মে) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রিমন মিয়া উপজেলার মাধবডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের জালাল আকন্দের ছেলে এবং নুরুল ইসলাম ধেরুয়াহাটি গ্রামের শাহ জালালের ছেলে। সোমবার মধ্যরাতে মাদক বিরোধী পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন ও নুরুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে। সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তারা ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ২০১২ সাল থেকে মঙ্গলবার পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ধুনট থানায় পৃথক ৮ মামলা হয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা তালিকাভুক্ত মাদক কারবারি। এরআগে মাদক মামলায় একাধিকবার গ্রেফতার করা হলেও আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

Advertisement

এসজে/এমএস