ডিউটিতে যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেফতার চার আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- আকতার হোসেন, সোহেল, আবির হোসেন রাসেল ও মো. রনি।
Advertisement
মঙ্গলবার (১৬ মে) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন কাদের। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১২ মে ভোরে ডিউটিতে যাওয়ার সময় পল্টন থানা এলাকার রাজারবাগ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে পৌঁছালে একটি হলুদ ও নীল রঙের পিকআপ ভ্যান পেছন থেকে তার রিকশায় ধাক্কা দেয়। এরপর পিকআপ থেকে অজ্ঞাতপরিচয় দুইজন এসে বাদীকে গলায় ছুড়ি ধরে ভয়ভীতি দেখিয়ে তার গলায় থাকা সোনার চেইন, হাতে থাকা মোবাইল ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ফ্রন্ট ডেস্কে কর্মরত নার্গিস আক্তার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।
Advertisement
জেএ/কেএসআর/এএসএম