দেশজুড়ে

একসঙ্গে ৫টি বাচ্চা জন্ম দিলো ভেড়া

একটি ভেড়া সাধারণত ২-৩টি বাচ্চা প্রসব করে। তবে নাটোরের নলডাঙ্গায় একটি ভেড়া একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করেছে। বর্তমানে ভেড়াসহ বাচ্চাগুলো সুস্থ রয়েছে। বাচ্চাগুলো দেখতে অনেক মানুষ ভিড় করছেন।

Advertisement

ভেড়াটির মালিক নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের নওপাড়া গ্রামের জীবন আহম্মেদ।

জীবন আহম্মেদ বলেন, ভেড়াটি দেশি জাতের। কিছুদিন আগে একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করে। জন্মের পর ভেড়াসহ বাচ্চাগুলো সুস্থ রয়েছে।

তিনি আরও বলেন, সবগুলো বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে দুধের ঘাটতি পড়ে। এজন্য অন্য ভেড়ার দুধ ফিডারে করে বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছে।

Advertisement

ভেড়া দেখতে আসা মাহাতাব হোসেন বলেন, ‘আগে কখনো এমন ঘটনা শুনিনি বা দেখিওনি। তাই শুনেই দেখতে এলাম। বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে।’

নলডাঙ্গা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খন্দকার সাগর আহম্মেদ বলেন, একটি ভেড়া একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করার খবরটি শুনেছি। ভেড়া ও বাচ্চাগুলো যেন সুস্থ থাকে সেজন্য আমরা তাদের পরামর্শ দিচ্ছি।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

Advertisement