ধর্মশালায় যাওয়ার আগে বাংলাদেশকে প্রতিপক্ষ এবং প্রকৃতি দুটো নিয়েই ভাবতে হয়েছে। সেখানে পৌছার পর একদিন অনুশীলন করেও আসলে তেমন কোন ফায়দা হয়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে তামিম অকপটেই জানিয়ে দিয়েছেন, ‘আমার এখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।’ ধর্মশালায় যাওয়ার আগেই মাশরাফিরা জানিয়েছিল সেখানকার আবহাওয়া বাংলাদেশের চেয়ে ব্যতিক্রম। হিমাচল প্রদেশে সকালে গরম এবং রাতে থাকে প্রচণ্ড ঠান্ডা। তারওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উঁচুতে স্টেডিয়াম হওয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হওয়ারই কথা। আগেরদিন অনুশীলনে গিয়ে দৌড়াতেও নাকি বেশ কষ্ট করতে হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। অনুশীলনের প্রথম দিনই দলের অধিনায়ক মাশরাফি জানিয়েছিলেন, এখানে ক্রিকেটারদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাশাপাশি ঠান্ডার কারণেও তাদের অনেক সমস্যা হচ্ছে। বাংলাদেশের প্রথম ম্যাচেও সেটি প্রকাশ পেল ম্যাচ সেরা তামিমের কন্ঠে। এরআগে বাংলাদেশ ৮ রানে হারায় নেদারল্যান্ডকে, তামিম হন ম্যান অফ দ্যা ম্যাচ। পুরস্কার নিতে গিয়ে তামিম বলেন, ‘আমরা গরম থেকে এখানে এসেছি। এখানকার আবহাওয়া পুরোটাই ভিন্ন।’ টুর্নামেন্টের পরবর্তী ম্যাচটি দিবা-রাত্রির হবে, যে কারণে হয়তো আরো সমস্যায় পরতে হতে পারে মাশরাফিবাহিনীকে। আরআর/আএইচএস/এবিএস
Advertisement