আন্তর্জাতিক

হাইকোর্টের নির্দেশে ৩৬ হাজার চাকরি বাতিল, পাশে দাঁড়ালেন মমতা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি

Advertisement

কলকাতা হাইকোর্টের রায়ে শুক্রবার (১২ মে) পশ্চিমবঙ্গে ৩৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। এখন সেই চাকরি হারানো শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (১৫ মে) পশ্চিমবঙ্গের সচিবালয় নব্বানে মমতা ব্যানার্জী বলেন, যাদের চাকরি গেছে, তারা কেউ মন খারাপ করবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে। অনেকে ডিপ্রেশনে ভুগছেন, অনেকে এমন পরিস্থিতি থেকে ‍মুক্তির আবেদন জানিয়েছেন। কেউ কিছু করে ফেললে কী হবে? আমাদের সরকার মানবিক, আমরা হাইকোর্টে আবেদন করবো।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এমনিতেই বিভিন্ন দপ্তরে অনেক নিয়োগ পড়ে রয়েছে। আমি আদালতকে দায়ী করছি না। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে যারা রোজ চিৎকার করেন, তাদের জন্যই আজ ৩৬ হাজার মানুষের চাকরি চলে গেলো। আমরা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আপত্তি জানাবো।

Advertisement

এর আগে প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছিলেন, এ নির্দেশকে আইনগতভাবে চ্যালেঞ্জ করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিডি/এসএএইচ