ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
নায়ক ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে। শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক নায়ক সাইমন সাদিক জানান, আগামীকাল ১৬ মে এফডিসিতে আনা হবে ফারুকের মরদেহ।
তিনি বলেন, মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে নায়ক ফারুকের মরদেহ। প্রথমে মরদেহ তার বাসায় নেওয়া হবে। তারপর বেলা ১১টায় নেওয়া হবে শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানো শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে এফডিসিতে নিয়ে যাওয়া হবে মরদেহ। বাদ জোহর এফডিসিতে জানাজার পর নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ আসর জানাজা হবে।
এমআই/এমএমএফ/এমএস
Advertisement