আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আব্দুল গফ্ফার বিশ্বাস। সোমবার (১৫ মে) দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
Advertisement
তিনি বলেন, জাতীয় পার্টির চিফ প্যাট্রন বেগম রওশন এরশাদের অনুরোধে তিনি সরে দাঁড়ালেন। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও জাতীয় পার্টির অপর প্রার্থীকে সমথর্ন দেবেন না বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার খুলনার উন্নয়নে বিপুল অংকের টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু সেই টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং বাস্তবধর্মী পদক্ষেপ না নেওয়ায় তা এখন জনভোগান্তিতে রূপ নিয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া সড়ক ও ড্রেনেজ প্রকল্প এখন নগরবাসীর গলার কাঁটা হিসেবে দেখা দিতে পারে। কারণ এই প্রকল্প শেষে দেখা যাবে রূপসা নদী ও ভৈরব নদের পানি এবং ড্রেনের ময়লা আবর্জনা নগরবাসীর বসতঘরে প্রবেশ করবে। এরইমধ্যে নগরীর নিরালা আবাসিক এলাকাসহ অনেক এলাকার বাসিন্দারা ভুগতে শুরু করেছেন।
বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে গত ৫ বছর নগরজুড়ে এই বেহাল দশা বলেও অভিযোগ করেন তিনি।
Advertisement
আলমগীর হান্নান/এফএ/এমএস