গুপ্তচরবৃত্তির দায়ে এক মার্কিন নাগরিককে যাজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের আদালত। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সুযহোর আদালতে এই দণ্ড দেওয়া হয়।
Advertisement
জানা গেছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২১ সালের ১৫ এপ্রিল জন শিং-ওয়ান লেউংকে আটক করা হয়েছিল। আটক লেউং হংকংয়ের স্থায়ী বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী৷ সে হিসেবে তিনি মার্কিন নাগরিক।
আদালত জানায়, লেউইংয়ের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
বাণিজ্য, প্রযুক্তি ও মানবাধিকারসহ নানা ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে তখন এই খবর পাওয়া গেলো।
Advertisement
সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন সাংবাদিককে আটক করেছে রাশিয়া। ওয়াল স্ট্রিট জার্নালে কর্মরত ওই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ।
ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করার সময় ইভান গার্শকোভিচকে ইয়েকাতেরিনবার্গ শহর থেকে আটক করা হয়। রুশ গোয়েন্দাদের দাবি, গার্শকোভিচ রাশিয়ার সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি উদ্যোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন, যা রাষ্ট্রীয়ভাবে গোপনীয়।
এমএসএম
Advertisement