খেলাধুলা

‘আমার দেখা তামিমের সেরা ইনিংস’

বিপিএল ও পিএসএল থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল; কিন্তু এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম। এবার এশিয়া কাপের ব্যর্থতা ঘুচিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিয়েছেন তিনি। আর এই ইনিংস নিজের দেখা সেরা ইনিংস বললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাসার সুমন।বুধবার বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের ধারাভাষ্য দিতে জাগো এফএম ৯৪.৪-এ এসেছিলেন হাবিবুল বাশার। এ সময় তিনি বলেন, ‘এটা আমার দেখা টি-টোয়েন্টিতে অন্যতম সেরা একটি ইনিংস। উইকেটটা কিন্তু তত ব্যাটিং সহায়ক ছিলনা। আপনি দেখেছেন অন্য সব ব্যাটসম্যানরা রান তুলতে অনেক সংগ্রাম করেছেন। সেখানে এমন একটা ইনিংস দুর্দান্ত।’এ ম্যাচে একাই অপরাজিত ৮৩ রান করেন তামিম। তাই ইনিংসে ভর করে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ৫৮ বলে ৬টি চার এবং ৩টি ছক্কায় এই রান করেন বাংলাদেশের এ ড্যাসিং ওপেনার। তার এ অতিমানবীয় ইনিংস নিয়ে হাবিবুল আরও বলেন, ‘তামিম যদি এই ব্যাটিংটা না করতো তাহলে হয়তো আমরা হয়তো ১২০ করতাম। আর এই সংগ্রহ নিয়ে লড়া খুবই কঠিন হয়ে যেতো। টি-টোয়েন্টিতে আমার দেখা সেরা ইনিংস এটা।’উল্লেখ্য, আজকের এ ইনিংস বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রান করেছিলেন সাকিব আল হাসান।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement