তুরস্কে চলছে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন। রোববার (১৪ মে) তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। যা চলবে বিকেলে ৫টা পর্যন্ত। এই নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আলোচনায় এসেছেন ১১২ বছরের এক বৃদ্ধা।
Advertisement
জানা গেছে, ওই বৃদ্ধা তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চল গুমুশানের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। সন্তান ও নাতিদের সঙ্গে তিনি ভোট কেন্দ্রে যান।
112 yaşındaki Güllü Doğan, oyunu yürüyerek geldiği sandıkta kullandı ve hayırlı olsun dileklerini iletti.https://t.co/mszw2ew7o5 pic.twitter.com/gj69WcyVny
— TRHaber (@trhaber_com) May 14, 2023আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা সত্ত্বেও ওই বৃদ্ধা কেন্দ্রে গিয়ে সরাসরি ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।
Advertisement
এদিকে নিজের ভোট দেওয়ার পর এরদোয়ান বলেছেন, কোনো সমসা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। অত্যন্ত আগ্রহ নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষও ভোট দিচ্ছে। সেখানেও কোনো সমস্যা নেই।
এ সময় তিনি সব নাগরিকদের কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান। তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।
এই নির্বাচনে, ছয় কোটি ৪০ লাখের বেশি মানুষ দেশ-বিদেশ থেকে ভোট দেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রথমবারের মতো ভোট দেবেন।
এমএসএম
Advertisement