তুরস্কে রোববার (১৪ মে) শুরু হয়েছে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন। এরই মধ্যে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।
Advertisement
নিজের ভোট দেওয়ার পর এরদোয়ান বলেন, কোনো সমসা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। অত্যন্ত আগ্রহ নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষও ভোট দিচ্ছে। সেখানেও কোনো সমস্যা নেই।
এরদোয়ান বলেন, আমাদের দেশের উজ্জ্বল ভবিষৎ কামনা করছি, একই সঙ্গে টার্কিশ গণতন্ত্রের।
এ সময় তিনি সব নাগরিকদের কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান। তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।
Advertisement
তুরস্কের স্থানীয় সময় রোববার (১৪ মে) সকাল ৮টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এই নির্বাচনে, ছয় কোটি ৪০ লাখের বেশি মানুষ দেশ-বিদেশ থেকে ভোট দেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রথমবারের মতো ভোট দেবেন।
প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ানের জন্য নির্বাচনটি হতে যাচ্ছে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় লড়াই। কারণ এবার তাকে মোকাবিলা করতে একজোট হয়েছে বিরোধী সবগুলো দল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচদারোলু ও সিনান ওগান।
এমএসএম
Advertisement