শুরুতেই বিপদে পড়তে পারতো বাংলাদেশ। তামিম ইকবালের সহজ ক্যাচ ফেলে দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ব্যক্তিগত ১ রানের মাথায় জীবন পান তামিম। তবে রনি তালুকদার ঠিকই আত্মঘাতী শট খেলে আউট হয়ে গেছেন।
Advertisement
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান। তামিম ৫ রানে অপরাজিত, নতুন ব্যাটার হিসেবে এসেছেন নাজমুল হোসেন শান্ত।
চেমসফোর্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। দেখেশুনে শুরু করেন দুই ওপেনার তামিম আর রনি তালুকদার।
যদিও আইরিশরা বেশ কয়েকবার পরাস্ত করেছে বাংলাদেশি দুই ওপেনারকে। ইনিংসের তৃতীয় ওভারে উইকেট পাওয়ার সুযোগও তৈরি করেন জশ লিটল। খোঁচা দিয়ে তামিম দ্বিতীয় স্লিপে দেন সহজ ক্যাচ। কিন্তু বালবির্নি সেই ক্যাচ ফেলে দেন।
Advertisement
তার পরের ওভারেই মার্ক এডায়ারকে উইকেট বিলিয়ে দিয়েছেন ওয়ানডে অভিষিক্ত রনি। ডাউন দ্য উইকেটে গিয়ে শট খেলেন, বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষকের হাতে। ৪ রানেই সাজঘরে ফেরেন রনি।
এমএমআর/এএসএম