জাগো জবস

১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো চাকরি মেলা

অর্ধশতাধিক কোম্পানি, ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে প্রায় ১৫ হাজারেরও বেশি সিভি জমা দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সবচেয়ে বড় টেক্সটাইল ভিত্তিক চাকরি মেলা। গত ১৩ মে সকালে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হলো ‘বিইউএফটি জাতীয় চাকরি মেলা ২০২৩’। মূল আয়োজক ছিলো বিশ্ববিদ্যালয়ের ‘বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব’।

Advertisement

চাকরি মেলার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। উপস্থিত ছিলেন বিজিএমইএর বর্তমান সভাপতি ফারুক হাসান, ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও মাসকো গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুব মিল্টন, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম মাহফুজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

আরও পড়ুন: প্রথম বিসিএসেই প্রশাসন ক্যাডারে সৌরভ

সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘এ ধরনের আয়োজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ আয়োজনের পাশাপাশি উদ্যোক্তা তৈরির দিকে জোর দিতে হবে।’

Advertisement

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বিইউএফটি জাতীয় চাকরি মেলা একটি অসাধারণ উদ্যোগ। এসব আয়োজন আরও অনেক বেশি করে করতে হবে। বছরে দুবার করেও করা যাবে। পরবর্তী আয়োজনগুলোয় বিজিএমইএ আরও বড় পরিসরে সহযোগিতায় থাকবে।’

দিনব্যাপী এ চাকরি মেলায় বিভিন্ন কোম্পানি সিভি জমা নিয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠান পরীক্ষা নিয়েছে, সাক্ষাৎকার নিয়েছে। নানা আয়োজনে মুখর ছিল বিইউএফটি ক্যাম্পাস। দুপুরের পর পর শিক্ষার্থীদের সেশন নিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ট্যালেন্ট আক্যুইজিশন হাবিবুল হাসান সায়মন।

আরও পড়ুন: বাবার স্বপ্ন পূরণ করতেই বিসিএস ক্যাডার মুন্নী

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা তো কত ধরনের ক্লাবই করি। ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, কত কত ক্লাব। কিন্তু বিইউএফটি জাতীয় চাকরি মেলা আয়োজন করা বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবই সবার সেরা, সবচেয়ে সেরা।’

Advertisement

শিক্ষার্থীদের বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের মতো আউট অব দ্য বক্স চিন্তা করার পরামর্শ দেন তিনি। মেয়র বলেন, ‘বর্তমানে বড় হতে হলে এমন সৃজনশীল পরিকল্পনা, চমৎকার কিছু উদ্যোগ এবং প্রচণ্ড পরিশ্রমী হতে হবে।’

আরও বক্তব্য রাখেন ফিওনার ম্যানেজিং ডিরেক্টর কামরুল হাসান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মো. হাতেম, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং অন্য সদস্য।

আরও পড়ুন: বিসিএস মৎস্য ক্যাডারে সাঈদার প্রথম হওয়ার গল্প

অনুষ্ঠানের অনলাইন পার্টনার ছিল জাগো নিউজ। কো-পাওয়ার্ড বাই পার্টনার ফিওনা। সহযোগিতায় এক্সিলেন্স বাংলাদেশ। স্ট্র্যাটেজিক পার্টনার বিইউএফটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এসইউ/এএসএম