পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্কের নাম হচ্ছে ‘মা’। এ ভুবনে যিনি নিঃশর্তভাবে ভালোবাসেন তিনি হচ্ছেন ‘মা’। মাকে নিয়ে বিশ্বজুড়ে অসংখ্য গল্প-কবিতা উপন্যাস লেখা হয়েছে। কিন্তু কোনো কিছু লিখে মায়ের প্রশংসা শেষ করা যাবে না।
Advertisement
আজ বিশ্ব মা দিবস। তাই অনেকেই তাদের মাকে নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করছেন। শোবিজ ভুবনের তারকারও তাদের প্রিয় মাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা লিখে পাশাপাশি মায়ের ছবি পোস্ট করছেন।
আরও পড়ুন: মায়ের জন্য তারকাদের ভালোবাসা
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার মায়ের ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, সময়ের পার্থক্য এটুকুই। গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা। তারপরেও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভালো থাকুন সকল মা।
Advertisement
অভিনেত্রী রুনা খান তার মায়ের সঙ্গের ছবি পোস্ট করে লিখেছেন, তার (মায়ের) সাথে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা আমি ক্লাস সেভেনে পড়াকালে তোলা। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলতো তোমরা কি দুজন বোন? আমি বুড়ো হয়ে গেলাম, সে এখনো তরুণী।
বয়সের সাথে সাথে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মতো স্বশিক্ষিত মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধ সম্পন্ন-উদার-অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাকো। এমনই সুন্দর থাকো। ভালোবাসা।
আরও পড়ুন: মায়ের জন্য তারকাদের ভালোবাসা
এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ মাকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে লিখেছেন, হ্যাপি মাদারস ডে মা, শুনতে পাচ্ছো?
Advertisement
অন্যাদিকে অভিনেত্রী দীপা খন্দকার মা দিবসে মা-কে ভালোবেসে লিখেছেন, শুভ মা দিবস,আমার মা। এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সিথি সাহা মা দিবসে মাকে নিয়ে লিখেছেন, মায়ের পায়ের নিচে যে সন্তানের বেহেস্ত এটা কিন্তু সত্যি। আমাদের প্রতিটি দিন হোক, বিশ্ব মা দিবস।
চিত্রনায়িকা শাহনূর মাকে নিয়ে লেখা একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, আমার প্রথম বন্ধু- আমার মা,আমার প্রথম শিক্ষক- আমার মা,আমার প্রথম স্কুল- মায়ের রান্নাঘর,আমার প্রথম ডাক্তার- আমার মা,আমার প্রথম থার্মোমিটার- মায়ের আঙ্গুল,আমার প্রথম পোষাক- মায়ের হাতে,আমার প্রথম রেস্টুরেন্ট- মায়ের বুক,আমার প্রথম টয়লেট- মায়ের গা,আমার প্রথম গাড়ি- মায়ের কোল,আমার প্রথম ঘোড়ায় চড়া- মায়ের পিঠ,আমার প্রথম গান শোনা- মায়ের হার্টবিট।
মাকে ভালোবাসা জানিয়েছে সংগীতশিল্পী আাঁখি আলমগীরও। তিনি মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ছিলেছেন, মায়ের জন্য কোনো দিবস লাগে না। তবুও মা দিবসের শুভেচ্ছা আম্মুকে এবং জগতের সকল মা-কে।
এমএমএফ/জেএমআই