খেলাধুলা

কিছু রানের আক্ষেপ তামিমের

এক পাশে একের পর এক উইকেট পড়ছে, অপর পাশে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে একাই মহীরূহ হয়ে দাঁড়িয়ে রয়েছেন ওপেনার তামিম ইকবাল। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে রক্ষার চেষ্টা করলেও, অন্য প্রান্তে বাকিরা যেন উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রতিযোগিতায় নেমেছে। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সামনে ১৫৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ। এরপরও কিছু রানের আক্ষেপ থেকে গেল তামিমের। ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, উইকেটে বল ঠিকভাবে আসছিল না। বল মাঝে মাঝে থেমে যাচ্ছিল। এরপরও ১৫৩ চ্যালেঞ্জিং হবে। আরও কিছু রান হলে ভালো হত। এবার আমাদের ভালো ফিল্ডিং আর বোলিং করতে হবে।নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার ভালো সূচনা এনে দিতে পারেননি। ১৩ বলে সৌম্য ১৫ রান করতে পারলেও উইকেট বিলিয়ে এসেছেন বলা যায়। এলবিডব্লিউ ফাঁদে পড়েন সাব্বির। মাত্র ৭ বলে ফিরে গেছেন সাকিব আল হাসান। ইন-ফর্ম ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র ৯ বলে ১০ রান করে আউট হয়ে যান। মুশফিক ফিরেছেন কোর না না করেই। আর নাসির আউট হয়েছেন ৩ রান করে। তবে ৩৬ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে বাংলাদেশ দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন তামিম। টাইগার এই ওপেনার অপরাজিত ছিলেন ৫৮ বলে ৮৩ রানে।এমআর/আরআইপি

Advertisement