খেলাধুলা

অসাধারণ ব্যাট করলেন তামিম

এক কথায় বলবো, তামিম একটা অসাধারণ ইনিংস খেলেছে। বাকি ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেখানে তামিম যদি এই ইনিংসটা না খেলতেন, তাহলে নিশ্চিত আমাদের বিপদে পড়তে হতো।তবুও, যে স্কোর হয়েছে- ১৫৩, এটা খুব খারাপ নয়। আমাদের জন্য ভালো একটা স্কোর। আমাদের বোলাররা দারুন ফর্মে রয়েছে। তারা যদি ভালো বোলিং করতে পারে, তাহলে এই রান রক্ষা করাটা অসম্ভব হবে না।

Advertisement

তামিমের ব্যাটিং নিয়ে বলব যে, আরব আমিরাতে পিএসএলে খেলার যে অভিজ্ঞতা সেটা এখানে এসে কাজে লাগাতে পেরেছে। আবুধাবি এবং শারজার যে উইকেটে সে খেলেছে, আমার কাছে মনে হয়েছে, ধর্মশালায়ও প্রায় একই উইকেট পেয়েছে সে। যে কারণে তার জন্য একটা সুবিধাজনক দিক হযেছে এই উইকেটে খেলা।সাব্বির ১৫ বলে ১৫ করেছে, সৌম্য খেলেছে ১৩ বলে ১৫ রানের ইনিংস। এই ইনিংসগুলো যতি তারা আরও লম্বা করতে পারতো, তাহলে বাংলাদেশের ইনিংসটা আরও ভালো হতো। দুর্ভাগ্য তাদের এবং বাংলাদেশের। তবুও, আশা করি ১৫৩ রান নিয়েও জিততে পারবে বাংলাদেশ।লেখক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কআইএইচএস/আরআইপি