বছর ঘুরে আবারও এলো মা দিবস। যদিও প্রতিটি দিনই হওয়া উচিত মা দিবস! তবুও মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়।
Advertisement
বর্তমান কর্মব্যস্ত জীবনে অনেকেই মাকে যথেষ্ট সময় দিতে পারেন না কিংবা তার মনের কথাগুলো শোনার সময়টুকুও হয়তো পান না কেউ কেউ। তাই সব কর্মব্যস্ততা ঠেলে এবারের মা দিবসটি কাটান মায়ের সঙ্গে।
আরও পড়ুন:
হিট স্ট্রোক কেন হয়? সতর্ক থাকবেন যেভাবেএদিনটিই মায়ের জন্য বরাদ্দ রাখবেন তা কিন্তু নয়। সপ্তাহে একদিন কিংবা মাসে একবার হলেও মায়ের সঙ্গে সময় কাটানো উচিত সবারই। এতে আপনার মা খুশি হবেন। জেনে নিন মা দিবস উপলক্ষ্যে মাকে কী উপহার দেবেন-
Advertisement
১. বিশেষ এ দিনটিকে স্মরণীয় করে রাখতে মাকে একটি শাড়িও কিনে দিতে পারেন।
২. একটি ছোট সোনার আংটি বা কানের দুল উপহার দিতে পারেন মাকে। এটি পেলে মা নিশ্চয়ই খুশি হবে।
৩. নিজ হাতে বানিয়ে মাকে দিতে পারেন কার্ড। স্মৃতি হিসেবে রয়ে যাবে সেটি।
আরও পড়ুন:
Advertisement
৪. ফুল অথবা চকলেট উপহার দিতে পারেন মাকে।
৫. শো পিস, ডোর বেল অথবা ছবির অ্যালবাম হতে পারে মায়ের জন্য উপহার।
৬. সাজের বিভিন্ন অনুষঙ্গ উপহার দিতে পারেন মাকে। আপনার দেওয়া উপহার নিয়মিত ব্যবহারের পাশাপাশি মা এই বিশেষ দিনটির কথাও মনে রাখবেন।
৭. আপনার মা যদি কর্মজীবী হন, তাহলে একটি ভালো ব্যাগ অথবা হাত ঘড়ি হতে পারে সেরা উপহার।
আরও পড়ুন:
ফ্যাটি লিভারের যে ৩ লক্ষণ ফুটে ওঠে হাতে৮. এই গরমে একটি সুন্দর পরফিউম বা সুগন্ধি কিনে দিতে পারেন মাকে।
৯. সারাদিন নিশ্চয়ই আপনার মা রান্নাঘরে ব্যস্ত সময় পার করে! একটি দিন মাকে বিশ্রাম নিতে দিন অথবা তাকে নিয়ে কোথাও ঘুরে-বেড়িয়ে আসুন।
১০. আপনার মা যদি বই পড়তে ভালোবাসেন, তাহলে তার পছন্দের লেখকের কোনো বই উপহার দিতে পারেন।
আরও পড়ুন:
গ্যাস্ট্রিকের সমস্যা সারানোর কার্যকরী ঘরোয়া উপায়১১. এছাড়া রান্নাঘরের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেমন- প্রেসার কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, ফ্রাই প্যান, ওভেন ইত্যাদি জিনিসও কিনতে পারেন। এতে মায়ের কষ্ট একটু হলেও কমবে।
১২. রাতে মায়ের জন্য কেক কেটে মা দিবস উদযাপন করতে পারেন। এ সময় তার পছন্দের খাবার দিয়ে টেবিল সাজিয়ে দিন।
জেএমএস/জিকেএস