ঘূর্ণিঝড় মোখায় উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুদিন ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।
Advertisement
শনিবার (১৩ মে) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অফিসের তথ্যমতে ঘূর্ণিঝড় ‘মোখা’ যেকোনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে। এজন্য রোববার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস এবং রবি ও সোমবার (১৫ মে) পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হলো।
রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে অতিজরুরি বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়েছে। তবে ১৬ মে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জানান।
Advertisement
আহমেদ জুনাইদ/এসআর/জিকেএস