সম্পর্ক ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সি আর গায়ে চড়াবেন না লিওনেল মেসি। পিএসজিও তাকে বিদায় দেবে তিক্ততার সঙ্গে।
Advertisement
তবে মেসি ক্ষমা চাওয়ার পর দৃশ্যপট বদলে গেছে। বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় গত ৩ মে মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক তার ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরপরই সেই নিষেধাজ্ঞা শিথিল করে পিএসজি। পাঁচদিনের মাথায় মেসি ফেরেন অনুশীলনে।
গতকাল (শুক্রবার) আনুষ্ঠানিকভাবেই মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের। আজ লিগ ওয়ানে অ্যাজাকসিওর বিপক্ষে মেসি খেলবেন, সে কথাও গতকালই জানিয়েছেন তিনি।
সব ঠিকঠাক থাকলে ঘরের মাঠে আজ পিএসজি একাদশে দেখা যাবে মেসিকে। সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা গত সপ্তাহে ট্রয়েসের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। নিষেধাজ্ঞার কারণে একটি অনুশীলন সেশনও মিস করেন।
Advertisement
এমএমআর/এমএস