পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে অবস্থান করা তিন বিদেশি যাহাজ সরিয়ে নেওয়া হচ্ছে। শনিবার (১৩ মে) দুপুরের মধ্যে এসব যাহাজ বন্দরের বহি. নোঙরে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান।
Advertisement
তিনি বলেন, পায়রা বন্দরে ৭৫ কিলোমিটার একটি একটি দীর্ঘ চ্যানেল আছে। চ্যানেলকে ঝুঁকিমুক্ত রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখা থেকে ঝুঁকি এড়াতে লাইটারেজ জাহাজগুলোও বন্দর চ্যানেল থেকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ এবং করণীয় নির্ধারণে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে ৯ সদস্য বিশিষ্ট ইমারজেন্সি রেসপন্স টিম। এছাড়া তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) কাজী ফারুক আহম্মেদ শুক্রবার রাতে কন্টোলরুম গঠন, ইমারজেন্সি রেসপন্স টিম এবং মেডিকেল টিম গঠনের তিনটি অফিস আদেশ জারি করেন।
Advertisement
আব্দুস সালাম আরিফ/এসজে/এমএস