বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। এসময়ে ১১১ জনের মৃত্যু হয়েছে আর সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৩৫৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৭৩ হাজার ৩৯৩ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৮১ লাখ ২০ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪৪ হাজার ৬৩০ জন। এ পর্যন্ত মোট সেরে উঠেছেন ৬৬ কোটি ৫ লাখ ২৩ হাজার ৮৯৩ জন।
Advertisement
শুক্রবার (১২ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়ার পরেই ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো, হংকংয়ের মতো দেশগুলোর অবস্থান।
আরও পড়ুনধ: বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা তুলে নিলো ডব্লিউএইচও
Advertisement
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ১২ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৩ লাখ ৫১ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৫৮৩ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৪৪ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৬৩০ জনে আর সংক্রমণ বেড়ে হয়েছে ২ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ২৪২ জন।
একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৫৫ জন এবং মারা গেছেন ১২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৭ লাখ ৯০ হাজার ৩৯৩ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬২ হাজার ৬৯৩ জন।
আরও পড়ুন: করোনা ছড়াতে চীনের যে বাজারটি দায়ী
Advertisement
ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৭৭ জন শনাক্ত হওয়ার পাশাপাশি ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৭ লাখ ৯৩ হাজার ৭৫০ জন এবং মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৫৪৭ জন।
মেক্সিকোতে একদিনে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন এবং মারা গেছেন ৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৫ লাখ ৯৯ হাজার ৭৮৪ জন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৩৩ হাজার ৯৮১ জন।
এমকেআর/জিকেএস