অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের সহযোগিতায় ইউনিলিভার-অরেঞ্জ কর্নারসের চুক্তি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মসূচি ‘অরেঞ্জ কর্নারস বাংলাদেশ’র মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর উদ্দেশ্য তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করা। বৃহস্পতিবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, ডিবিএল গ্রুপ ও ইউনিলিভারের সহায়তায় এবং ওয়াইওয়াই ভেঞ্চারস, বিওয়াইএলসি ভেঞ্চারস ও সাজিদা ফাউন্ডেশনের উদ্যোগে ‘অরেঞ্জ কর্নারস’ কর্মসূচির উদ্দেশ্য হলো- সফল ব্যসায়িক নেতৃত্ব তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ও সম্পদ প্রদানের মাধ্যমে সুযোগ সৃষ্টি করা।

আরও পড়ুন: নগদ মেগা ক্যাম্পেইনে পাঁচ হাজারের বেশি পুরস্কার বিতরণ এরই মধ্যে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যজুড়ে ‘অরেঞ্জ কর্নারস’র ১৭টি সহযোগিতামূলক উদ্যোগের নেটওয়ার্ক রয়েছে। চলতি বছর ফেব্রুয়ারির শুরুতে এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ১৮তম প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে ‘অরেঞ্জ কর্নারস’।

‘অরেঞ্জ কর্নারস’র কর্মসূচিতে ১৮-৩৫ বছর বয়সী তরুণদের দক্ষতার উন্নয়ন, অর্থায়ন এবং প্রয়োজনীয় উপকরণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করা হবে। বিশেষ করে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে যেসব ব্যবসা ভূমিকা রাখছে তারা এতে অগ্রাধিকার পাবে।

Advertisement

আরও পড়ুন: এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদ নির্বাচন ৩১ জুলাই

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, বিগত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতির আশ্চর্যজনক উত্থান ঘটেছে। অসংখ্য মেধাবী তরুণের সম্মিলনে এই অর্থনীতির অফুরান সম্ভাবনা রয়েছে। যদি সব তরুণ তাদের দক্ষতার বিকাশ ও ব্যক্তিগত উন্নয়নে উপযুক্ত সুযোগ লাভ করে, তবে আমাদের কাঙ্ক্ষিত অগ্রযাত্রায় কোনো বাধা থাকবে না।

তিনি আরও বলেন, আজকের তরুণরা যেসব অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংকটের মুখোমুখি হয়, এসব সমাধানের মাধ্যমে কর্ম ও ব্যক্তিজীবনে সফলতার জন্য তাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন আবশ্যক। ইউনিলিভারের কম্পাস অগ্রাধিকার এবং তরুণদের দক্ষতা উন্নয়নে অঙ্গীকারের অংশ হিসেবে, আমরা ১৫-২৪ বছর বয়সী এক কোটি তরুণকে দক্ষতা অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যা তাদের অর্থবহ কাজের সুযোগ খুঁজে পেতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

জেডএইচ/এএসএম

Advertisement