দেশজুড়ে

পদত্যাগ করলেন কেসিসি মেয়র

আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন তালুকদার আবদুল খালেক।

Advertisement

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

মঙ্গলবার (১৬ মে) কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন তালুকদার আব্দুল খালেক।

এদিকে মেয়র পদ শূন্য হওয়ায় নির্বাচনের আগ পর্যন্ত কেসিসির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামকে দেওয়া হয়েছে

Advertisement

২০১৮ সালে সিটি নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব শুরু করেন নগর আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান এ নেতা। এর আগে ২০০৮ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন।

আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন তালুকদার আবদুল খালেক।

আলমগীর হান্নান/এসআর/এএসএম

Advertisement