নিগার সুলতানার বিধ্বংসী ব্যাটিং প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংঙ্কাকে বেশ ভালোভাবেই হারিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে লঙ্কান মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি নিগার সুলতানার দল। ৯ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে লঙ্কান মেয়েরা।
Advertisement
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১০০ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ মে, শুক্রবার।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে মোটামুটি ভালোই ব্যাট করছিলেন শামিমা সুলতানা রুবিয়া হায়দাররা। ১৮ রান করেন শামিমা সুলতানা। ১৬ রান করেন রুবিয়া হায়দার। ১৮ রান করেন সোবহানা মোস্তারি। এরপর মুর্শিদা খাতুন করেন ১৪ রান।
বাকিদের আর কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। যে নিগার সুলতানা আগের ম্যাচে অপরাজিত ৭৫ রান করেছিলেন, তিনি আজ আউট হন মাত্র ৭ রান করে। ফলে ১০০ রানে অলআউট বাংলাদেশ।
Advertisement
জবাব দিতে নেমে চামারি আতাপাত্তু এবং বিষমি গুনারত্নে মিলে ভালোই উদ্বোধনী জুটি গড়েন। ২৭ বলে ৩৩ রান করেন চামারি আতাপাত্তু। ১৭ বলে ১২ রান করেন বিষমি গুনারত্নে। ৪২ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন হার্সিথা সামারাভিক্রমা। ১৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন কাভিসা দিলারি।
আইএইচএস/