আন্তর্জাতিক

ইমরানকে গ্রেফতারের পর পাকিস্তানি রুপি-বন্ডের পতন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাঞ্জাবে সেনা মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির মুদ্রা ও বন্ডের পতন হয়ে রেকর্ড সর্বনিম্ন হয়েছে।

Advertisement

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির এক দশমিক তিন শতাংশ পতন হয়েছে। এদিন এক ডলারে পাওয়া যায় ২৮৮ দশমিক ৫ পাকিস্তানি রুপি।

ট্রেডওয়েবের তথ্য অনুযায়ী, পাকিস্তানের আন্তর্জাতিক বন্ড ২০২৪ সালের ইস্যুতে ডলারে শূন্য দশমিক চার সেন্ট কমে যাওয়ার সঙ্গে নিম্নমুখী হয়েছে।

এদিকে ইমরান খানকে আদালতে তোলার পর ১৪ দিনের রিমান্ড চায় দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। কিন্তু রিমান্ডের এই রায় আপাতত স্থগিত রেখেছে আদালত। অর্থাৎ এখনই তার রিমান্ডের ব্যাপারে সিদ্ধান্ত আসছে না।

Advertisement

এর আগে এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করা যায়।

এদিন ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়।

 এমএসএম

   

Advertisement