জাতীয়

বাংলাদেশ হবে আন্তর্জাতিক এভিয়েশন হাব: বিমান প্রতিমন্ত্রী

বাংলাদেশ অদূর ভবিষ্যতে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

Advertisement

বুধবার (১০মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

আরও পড়ুন>>> বিমানবন্দর হবে ভূমিতে প্রশান্তির নীড় : বিমান প্রতিমন্ত্রী

এসময় মন্ত্রী বেবিচকের তিনটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও আগমনী যাত্রীদের জন্য সহজ ও আধুনিক উপায়ে উপযুক্ত সহযোগিতার জন্য ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস নামক মোবাইল অ্যাপ্লিকেশন, বিমানবন্দরের অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য অ্যাভসেকআইডি সিস্টেম এবং বিমানবন্দরের আশেপাশে ভবন স্থাপনের অনুমতির জন্য হাউট ক্লিয়ারেন্স ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেন।

Advertisement

এসময় মন্ত্রী বলেন, দেশের বিমান সেবা আরও সহজতর ও উন্নত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা দৃশ্যমান। ক্রমেই এ দেশের পর্যটন ও বিমান খাতের ব্যাপক উন্নয়ন হচ্ছে।

আরও পড়ুন>>> ছদ্মবেশে বিমান প্রতিমন্ত্রী...

তিনি বলেন, সরকারের প্রচেষ্ঠায় দ্রুত বদলে যাচ্ছে এ খাতের চিত্র। আমার বিশ্বাস এ শিল্প ২০২৪ সালে উন্নত বাংলাদেশ, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়াতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এনএইচ/এমআইএইচএস/জিকেএস

Advertisement