গাজীপুরে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
Advertisement
মঙ্গলবার (৯ মে) দুপুরে গাজীপুর মহানগরের টেকনগ পাড়ায় জেলা ও মহানগর যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, নির্বাচন বানচাল করার জন্য কিছু বিশ্বাসঘাতক ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী সক্রিয় রয়েছে। কিন্তু গাজীপুরে নৌকার বিজয় হবে, এই বিজয় কেউ ঠেকাতে পারবে না।
গাজীপুরে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই মন্তব্য করে তিনি বলেন, একজন (জাহাঙ্গীর আলম) কিছু দিন আগেও ছিল হিরো, এখন সে হয়ে গেছে জিরো। যারা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের খন্দকার মোশতাকের দলে যেতে হবে। তাদের দেখলে কেউ সালামও দেবেন না।
Advertisement
তিনি আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা আইন মানে না, গণতন্ত্র মানে না তাদের সঙ্গে কোনো আপস নেই।
যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান লিখনের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
পরশ গাজীপুর সিটি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই নির্বাচন একটি প্রতীক। এই নির্বাচনে জিতলে আমাদের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। এখানে নৌকার জয় হলে অন্য সিটি ও আগামী জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে। কাজেই এই নির্বাচনকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, বিএনপি এই নির্বাচনে না এলেও তারা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। তারা ডামি প্রার্থী দিয়ে নৌকাকে পরাজিত করার চেষ্টা করবে। নৌকা পরাজিত হলে বিএনপি-জামায়াত মনোবল ফিরে পাবে। তাই এই নির্বাচনের গুরুত্ব বলে শেষ করা যাবে না। এই নির্বাচনকে জীবনপণ লড়াই হিসেবে নিতে হবে। এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যুবলীগ শেষদিন পর্যন্ত মাঠে থাকবে।
Advertisement
পরশ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে যে কোনো মূল্যে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবো।
সভায় নৌকা প্রতীকের প্রার্থী ও নগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, এই নির্বাচন আমার একার নয়, আমি একটি প্রতীক মাত্র। এই নির্বাচন জনগণের নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার নির্বাচন।
তিনি বলেন, ২৫ মে’র নির্বাচন আগামী সব নির্বাচনের মডেল হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ গাজীপুর থেকে শুরু হবে।
সভায় যুব লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম জোয়াদ্দার, জহিরউদ্দিন খসরু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ বক্তব্য দেন।
মো. আমিনুল ইসলাম/এমআরআর/এমএস