বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে পরীমণির ‘মা’

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘মা’ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘মা’ সিনেমার নির্মাতা অরণ্য আনোয়ার।

Advertisement

এ প্রসঙ্গে অরণ্য আনোয়ার জাগো নিউজকে বলেন, এটি ‘মা’ সিনেমার জন্য ভীষণ আনন্দের সংবাদ। আমার খুব ভালো লাগছে। এটি একটি মুক্তিযুদ্ধের সিনেমা। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে।

জানা গেছে, ‘মা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ মে ‘মা দিবসে’। দেশে মুক্তির আগেই এ সিনেমার প্রিমিয়ার হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। ৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমা ‘মা’।

সিনেমাটির গল্প সম্পর্কে অরণ্য আনোয়ার বলেন, ‘মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। বীনাপানি নামের সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি। তিনি এখানে দারুণ অভিনয় করেছেন। এ সিনেমাটি নতুন পরীমণিকে সবার সামনে নিয়ে আসবে।’

Advertisement

গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।

পরী ছাড়াও মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

এমআই/এমএমএফ/জিকেএস

Advertisement