আন্তর্জাতিক

আদালত থেকে ইমরান খানকে তুলে নিলো রেঞ্জার্স

ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ইমরান খানকে হেফাজতে নিয়েছে রেঞ্জার্স সদস্যরা। পিটিআই’র আইনজীবী ফয়সাল চৌধুরী পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।

আরও পড়ুন>> ইমরান খান গ্রেফতার

পিটিআই নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে ‘অপহরণ’ করেছে। এর প্রতিবাদে দলটি তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

Rangers abducted PTI Chairman Imran Khan, these are the visuals. Pakistan’s brave people must come out and defend their country. pic.twitter.com/hJwG42hsE4

— PTI (@PTIofficial) May 9, 2023

পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিওবার্তায় বলেছেন: তারা (রেঞ্জার্স) এখন ইমরান খানকে নির্যাতন করছে… তারা খান সাহেবকে মারছে। ওরা খান সাহেবের সঙ্গে কিছু করেছে।

আরও পড়ুন>> হুইলচেয়ার ছুড়ে ফেলে ধাক্কাতে ধাক্কাতে গাড়িতে তোলা হয় ইমরানকে

পিটিআই’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক রেঞ্জার্স সদস্য ইমরান খানকে ধাক্কাতে ধাক্কাতে দ্রুত গাড়িতে তুলছে। আরেকটি ভিডিওতে তার আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

Advertisement

দলটি বলেছে, রেঞ্জার্সরা ইমরান খানকে ‘অপহরণ’ করেছে। দেশকে রক্ষায় পাকিস্তানের জনগণকে এখনই বেরিয়ে আসতে হবে।

Former PM Imran Khan has been abducted from Court premises, scores of lawyers and general people have been tortured, Imran Khan has been whisked away by unknown people to an unknown location, CJ Islamabad HIgh Court has ordered Secy interior and IG police to appear within 15 min…

— Ch Fawad Hussain (@fawadchaudhry) May 9, 2023

পরে আরেক টুইটে ফাওয়াদ চৌধুরীও অভিযোগ করেছেন, ইমরানকে আদালত চত্বর থেকে ‘অপহরণ’ এবং অনেক আইনজীবী ও সাধারণ মানুষকে ‘নির্যাতন’ করা হয়েছে।

আরও পড়ুন>> গ্যালাপের জরিপ: পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান

তিনি বলেছেন, ইমরান খানকে অজ্ঞাত ব্যক্তিরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

This is how they’re treating Pakistan’s national leader inside the court premises. Unbelievable and disgusting! #نکلو_خان_کی_زندگی_بچاؤ pic.twitter.com/ZQTDYqonaU

— PTI (@PTIofficial) May 9, 2023

এদিকে, ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানীজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে সাধারণ মানুষকে নির্যাতনের শিকার হয়েছে বলে যে অভিযোগ তুলেছে পিটিআই, তা অস্বীকার করেছে পুলিশ।

আরও পড়ুন>> হয় ইমরান খান মরবে না হয় আমরা: পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী

কেএএ/