খেলাধুলা

নিগারের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

দুই ম্যাচের ওয়ানডে এবং এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু বাংলাদেশ নারী দলের শ্রীলঙ্কা সফরে পুরোপুর জয়ী বলা যায় বৃষ্টিকেই। বৃষ্টির কারণে ওয়ানডে সিরিজের দুই ম্যাচের একটিও অনুষ্ঠিত হতে পারেনি।

Advertisement

তবে আজ অনুষ্ঠিত হতে পেরেছে কেবল টি-টোয়েন্টি ম্যাচটি। একমাত্র ম্যাচের সিরিজে অধিনায়ক নিগার সুলতানার বিধ্বংসী ব্যাটিংয়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে বাংলাদেশ ১৯.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৫১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন নিগার সুলতানা।

জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার শামীমা সুলতানা এবং রুবি হায়দার শুরুতেই ফিরে যান। শামীমা সুলতানা ৫ রান করেন, ৯ রান করে আউট হন রুবি হায়দার। সুবহানা মুশতারি ২৪ বলে করেন ১৭ রান।

Advertisement

নিগার সুলতানা এবং রিতু মনি মিলে ৭০ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন। ২৩ বলে ৩৩ রানে করে রানআউট হয়ে যান রিতু মনি। তবে তিনি রানআউট হলেও নিগার সুলতানা অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার মেয়েরা। ৪৪ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন হার্সিথা সামারাবিক্রমা। ২৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন নিলাক্ষী ডি সিলভা। ২৮ বলে ৩৮ রান করেন চামারি আতাপাত্তু। বাংলাদেশের বোলারদের মধ্যে ২ উইকেট নেন ফাহিমা খাতুন, ১টি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান।

আইএইচএস/

Advertisement